বিপিএলের অষ্টম আসরের শুরু থেকেই বরিশাল-কুমিল্লার মধ্যে শীর্ষস্থান ধরে রাখা নিয়ে লড়াই চলছে।
গত বুধবার সিলেটকে হারিয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার পাশাপাশি সবার আগে বিপিএলের প্লে অফ নিশ্চিত করে বরিশাল।
ঠিক পরের দিনে সেই সিলেটকে হারিয়েই ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে দুইবারের শিরোপাজয়ী দল কুমিল্লা।
শুক্রবার খেলা শুরুর আগে নয় ম্যাচে ৯, আট ম্যাচে ৮ আর নয় ম্যাচে ৮ পয়েন্ট করে নিয়ে প্লে অফের দৌড়ে ছিল ঢাকা, খুলনা ও চট্টগ্রাম।
কিন্তু এদিন নিজেদের নবম ম্যাচে কুমিল্লার বিপক্ষে ১৮৯ রান তাড়ায় ৫৬ রানে হেরে বিপদে পড়ে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা। তারা যদি শনিবার নিজেদের শেষ খেলায় কুমিল্লাকে হারিয়ের আজকের প্রতিশোধ নিতে না পারে তাহলে খুলনার বিদায় নিশ্চিত হয়ে যাবে।
তবে জিতলেও যে খুলনা সরাসরি প্লে অফে চলে যাবে তা হলফ করে বলা মুশকিল। কারণ দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম যদি সিলেটের বিপক্ষে জয় পায় তাহলে রান রেটে এগিয়ে থাকা দলটিই চলে যাবে প্লে অফে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।