বৈবাহিক সূত্রে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী বাংলাদেশের জামাই। যদিও তাঁর পরিবার ব্রিটিশ পাসপোর্টধারী। তবে ভৌগোলিকভাবে মঈনের শ্বশুরবাড়ি বাংলাদেশের সিলেটেই।

গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে প্রসঙ্গটি তুলতেই মঈনের মুখে হাসি, ‘বাংলাদেশ আমার সব সময়ই ভালো লাগে।

এবার সিলেটে এলাম, এই প্রথম আমার এই শহরে আসা। তবে পরিবারের কেউ আসতে পারেনি। এটা দুঃখজনক।

 

কলমকথা/বি সুলতানা