মোস্তাফিজুর রহমানকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার টেস্ট খেলার ব্যাপারে পরিকল্পনা জানতে চেয়েীই চিঠি পাঠানো হয়েছে তাকে। মোস্তাফিজ বর্তমানে ভারতে রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে।

ক্যারিয়ারের শুরু থেকেই মোস্তাফিজের চাহিদা তুঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মোস্তাফিজকে কিছু বলা না হলেও এবার নড়েচড়ে বসেছে বোর্ড।

বাঁহাতি এই পেসারকে টেস্ট দলে ফেরাতে এটিই প্রথম পদক্ষেপ বিসিবি’র। ২০১৫ সালে মোস্তাফিজের টেস্টে অভিষেক হওয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত ৩৯টি টেস্ট খেলেছেন তার মধ্যে মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ।

গতকাল শুক্রবার (২০ মে) দেশের একটি দৈনিক পত্রিকা বিসিবি’র একজন শীর্ষ কর্মকর্তার বরাতে জানিয়েছে, ‘আমরা মোস্তাফিজকে একটি চিঠি পাঠিয়েছি (তার টেস্ট পরিকল্পনা সম্পর্কে জানতে) এবং এখন আমরা ওর উত্তরের জন্য অপেক্ষা করছি।’