আগামীকাল শুক্রবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলে পরিবর্তন আনতে বাধ্য হলো ওয়েস্ট ইন্ডিজ।

এ ম্যাচের আগে দলটির মূল স্কোয়াডে ঢুকেছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। তবে হোল্ডারের অন্তর্ভূক্তির প্রক্রিয়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য স্বস্তির নয়, কারণ ইঞ্জুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া পেসার ওবেদ ম্যাককয়ের জায়গায় সুযোগ পেয়েছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন ওবেদ ম্যাককয়, তবে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে। তখন অবশ্য জানানো হয়নি না খেলতে পারার কারণ, অবশেষে তা জানা গেলো তার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেই।