বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এ নিয়ে চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা পারফর্মারের পুরস্কার জিতে নিলেন সাকিব।
এই পুরস্কারের একক দাবিদার ছিলেন তিনি, সেটা তার নিন্দুক কিংবা সমালোচকরাও হয়তো অকপটেই মানবেন। বিপিএলের এই আসরেই টানা পাঁচ বার প্লেয়ার অব ম্যাচ হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব। বিপিএলের অষ্টম আসরে ১১ ম্যাচে ২৮ দশমিক ৪০ গড়ে ১৪৪.১৬ স্ট্রাইক রেটে করেছিলেন ২৮৪ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন তিনি।
এছাড়াও বল হাতে ১৪ দশমিক ৫৬ গড়ে শিকার করেছিলেন ১৬ উইকেট। এখানে তার অবস্থান ছিল তৃতীয়। অলরাউন্ড পারফরর্মে সুপার সাকিবের ধারে কাছেও নেই কেউ। সাকিব কোনো সন্দেহ কিংবা বিতর্ক ছাড়াই ম্যান অব দ্য টুর্নামেন্ট নিজের ঘরে তুলেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।