ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ ও তারকা অলরাউন্ডার সুরেশ রায়নাকে ছাড়িয়ে লজ্জার নজির স্থাপন করলেন বিরাট কোহলি।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে নামে ভারত। আগের দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।
শুক্রবার ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার ম্যাচেও সচ্ছন্দে ব্যাটিং করতে পারেননি অধিনায়কত্ব থেকে সম্প্রতি অব্যাহতি নেওয়া বিরাট কোহলি।
এদিন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে আলজারি জোসেফের বলে খোঁচা দিয়ে দুই বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন কোহলি। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সব মিলিয়ে মাত্র ২৬ রান করেছেন কোহলি।
এর আগে ২০১২-১৩ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ১৩ রান করেছিলেন কোহলি বিরাট। সেই সিরিজের পর এটাই কোহলির ক্যারিয়ারের সর্বনিম্ন স্কোর।
ওয়ানডে ক্রিকেটে এ নিয়ে ১৫ বার শূন্য রানে আউট হলেন কোহলি। ভারতীয় টপ অর্ডার (এক থেকে সাত) ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে একমাত্র সৌরভ গাঙ্গুলী ১৬ বার, যুবরাজ সিং ১৮ বার এবং শচীন টেন্ডুলকার ২০ বার শূন্য রানে আউট হয়েছেন।
শুক্রবার শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়ে কোহলি ছাড়িয়ে গেছেন সুরেশ রায়না ও বীরেন্দ্র সেহওয়াগকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।