টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশে মোহাম্মদ সাইফউদ্দিনকে আর পাচ্ছে না বাংলাদেশ। পিঠের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তার জায়গায় দলে এসেছেন পেসার রুবেল হোসেন।
বাংলাদেশের এবার ইংল্যান্ড-পরীক্ষা বাংলাদেশকে নিয়ে আশার ছবি দেখালেন ক্লাইভ লয়েড উইকেট দেখে বাড়তি পেসার নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ বাংলাদেশের ‘ম্যাচ উইনারদের’ নিয়ে ভাবনায় ইংল্যান্ড ‘লিটন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, দলের সেরা ফিল্ডারদের একজন’ তাসকিনের বলে চোট পেয়ে অনুশীলন ছেড়ে গেলেন সোহান ‘বাইরের কারও কথায় কিছু যায়-আসে না’, মাশরাফি প্রসঙ্গে গিবসন দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে মঙ্গলবার দলের অনুশীলনে ছিলেন না সাইফ।
পরে তার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। সাইফের চোটের বিষয়ে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির ম্যানেজার রাবীদ ইমাম বলেন, “সে (সাইফ) গত ম্যাচের পর ব্যথা অনুভব করার কথা বলেছিল। পিঠে…বাঁ দিকে।” গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচে তিন ওভার বল করে ৩৮ রান খরচায় এক উইকেট নিয়েছিলেন সাইফ।
বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুবেলকে বদলি নেওয়ার অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি। এতদিন মূল দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন রুবেল।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৮ টি-টোয়েন্টির সবশেষটি খেলেছেন তিনি গত এপ্রিলে, নিউ জিল্যান্ড সফরে। এই সংস্করণে দেশের হয়ে তার উইকেট ২০টি। সাইফের ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কাই।
আসরে এখন পর্যন্ত দলের চার ম্যাচেই খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৫টি। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।