নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সর্বশেষ পরিচালনা পর্ষদের এই সভাপতি শুধু জিতেই খুশি হননি, এমন নির্বাচন আর দেখেননি বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জিতে নাজমুল হাসান বলেন, ‘কোনো সন্দেহ নেই, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কাউন্সিলররা ভোট দিয়েছেন এটাই বড় কথা। বিসিবিতে এমন নির্বাচন আর দেখিনি। আমি আরও খুশি হতাম যদি আরও অনেক অংশগ্রহণ থাকতো। ক্রিকেটে অবদান রাখতে পারতেন এমন অনেকেই আসেনি নির্বাচনে।’
২০১২ সালের অক্টোবরে প্রথম বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হাসান পাপন। এক বছর পর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন পাপন। এবার পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।