সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া সাবেক অফস্পিনার শুক্রবার টুইটারে এই খবর জানান।
করোনার হালকা উপসর্গ রয়েছে তার এবং সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বাসায় কোয়ারেন্টাইনে আছেন হরভজন।
টুইটারে তিনি লিখেছেন, ‘হালকা উপসর্গ নিয়ে আমি কোভিড পজিটিভ হয়েছি। বাসায় নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি এবং সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের যত দ্রুত সম্ভব পরীক্ষা করাতে অনুরোধ করছি। দয়া করে নিরাপদে থাকুন এবং যত্ন নিন।’
গত বছরের ডিসেম্বরে হরভজন ২৩ বছরের লম্বা ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। ১৯৯৮ সালে ভারতের জার্সিতে প্রথম খেলেন তিনি এবং সব ফরম্যাটেই উজ্জ্বল পারফরম্যান্সের স্বাক্ষর রেখেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া চার ভারতীয় বোলারের একজন তিনি। এছাড়া ভারতের প্রথম টেস্ট হ্যাটট্রিকের কীর্তি তার।
১০৩ টেস্টে ৪১৭ উইকেট নেওয়া হরভজন মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। খেলেছেন ২৩৬ ওয়ানডে, উইকেট ২৬৯টি। এছাড়া ২৮ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ২৫ উইকেট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।