ওয়েস্ট ইন্ডিজের কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। চলতি বিশ্বকাপের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে হোঁচট খেলেও কানাডা ও আরব আমিরাতের বিপরীতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ।

বড় জয়ে নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। অপরদিকে বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। গ্রুপ পর্বের তিন ম্যাচেই তারা পেয়েছে জয়ের দেখা। দুই দলের সবশেষ পারফরম্যান্স নিশ্চিতভাবেই ম্যাচে এগিয়ে রাখছে ভারতকে। ম্যাচের আগের দিন বিসিবির পাঠানো ভিডিওবার্তায় জাতীয় দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেন,

‘ ওদের সঙ্গে আমাদের আগেও খেলা হয়েছে কিছু ম্যাচ। তাই তাদের শক্তিমত্তা, দুর্বলতা সম্পর্কে আমাদের জানা আছে।যে পরিকল্পনা করে আমরা যাব, সেটা যদি প্রয়োগ করতে পারি এবং ছোট ছোট ভুলগুলো যদি আমরা কম করি, তাহলে দিনশেষে আমরা ভালো একটা ফল নিয়ে বের হতে পারব। আমরা ফলাফলের চিন্তা করছি না। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব; ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলব।’

 

কলমকথা/বি সুলতানা