শুক্রবার রাতে তামিমের সেঞ্চুরিতে ম্যাচ জয়ের পর এমনটা নিজেই জানিয়েছেন মাশরাফি। দলের মিটিংয়ে মাশরাফি বলেন, ‘‘এই পরিস্থিতিতে আমরাই এসেছি, আমাদেরই বের হতে হবে। নিজের ওপর ভরসা রাখা জরুরী। কাল তামিমকে বলেছিলাম-‘তামিম, বিদেশিদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। তুই একশ মার, তোর ঐ সামর্থ্য আছে, কাল আমরা ম্যাচ জিততে যাচ্ছি।’ কাল রাতেই বলেছি। আলহামদুলিল্লাহ আজ ও একশ মেরেছে।’’

ঢাকায় চার ম্যাচের তিনটিতে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল মাহমুদউল্লাহ-মাশরাফিরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প পথ ছিল না। চট্টগ্রাম পর্বের প্রথম দিনে সিলেটের মুখোমুখি হয় তারা। লেন্ডল সিমন্সের সেঞ্চুরিতে ভর করে ১৭৬ রানের টার্গেট দিয়েছিল সিলেট। রান তাড়া করতে নেমে তামিমের সেঞ্চুরিতে ৯ উইকেটে বিশাল জয় পায় ঢাকা।

সতীর্থদের অনুপ্রেরণা জাগিয়ে মাশরাফি আরও বলেন, ‘কাল তামিম আবার ভালো খেলতে পারে। নাহয় অন্য কেউ ভালো খেলবে। নিজেরাই এই পজিশনে এনেছি, নিজেদেরই এখান থেকে যেতে হবে। অন্যদের ওপর ভরসা করে লাভ নেই। ২২ গজে নিশ্চিত করো, এটা তোমার দিন। যতক্ষণ ক্রিজে থাকব নিশ্চিত করব, আজকের দিনটা আমার।

 

কলমকথা/ সাথী