মেহেদী হাসান মিরাজের অভিযোগের ‘পুরো’ সত্যতা খুঁজে পাননি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। মিরাজ গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন, সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার ঘণ্টাখানেক আগে দলের পক্ষ থেকে জানানো হয় যে তিনি আর অধিনায়ক নন।
তবে শুনানিতে সেই অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানালেন নিজাম উদ্দিন। তিনি বলেন, ‘ম্যাচের বেশ আগেই মিরাজকে বিষয়টি জানানো হয়েছিল।
আগের দিন রাতে সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সকালেই ওকে জানানোও হয়। এমন নয় যে ম্যাচ খেলতে যাওয়ার ঠিক আগেই জানানো হয়েছে। সেদিন কিন্তু ম্যাচ ছিল সন্ধ্যায়।’
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।