মুস্তাফিজুর রহমানের টেস্ট খেলা নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকদিন ধরেই নিজেকে টেস্ট ক্রিকেট থেকে গুটিয়ে রেখেছে বাংলাদেশের এই পেসার।
গণমাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন, লঙ্গার ভার্শনে খেলার ইচ্ছা নেই তার। সম্প্রতি বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই বিষয়ে নিজের ক্ষোভ ঝেড়ে বলেন, মুস্তাফিজের মত ক্রিকেটারের এমন বেছে বেছে খেলার সুযোগ নেই।
এবার এই বিষয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বিশ্বাস করেন, দেশের প্রয়োজনে ডাকলে যেকোনো ক্রিকেটারকেই পাবে বিসিবি। পাপন বলেন, ‘আপনারা এসব ওদের জিজ্ঞেস করারই দরকার নেই।
কোনো খেলোয়াড় যেমন বেছে বেছে খেলতে চায় বা কোনো ফরম্যাটে খেলতে চায় আবার কোনো ফরম্যাটে খেলতে চায় না, তেমনি আমরাও ইচ্ছা করলে কাউকে খেলাতে পারি আবার না-ও খেলাতে পারি। সবাইকে খেলাতে হবে এমন কোনো কথা নেই।
তবে আমার মনে হয়, এখন যারা খেলছে তাদের মধ্যে এমন কোনো খেলোয়াড় নেই যাকে দেশের প্রয়োজনে বললে খেলবে না। এটা আমি মনে করি। তারপরও কেউ ব্যতিক্রম হলে আমার ধারণা ভুল।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।