বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, জয়ের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই যে তিনি নতুন। মিরাজ বলেন, ‘আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়ন দলের সে। ওখানে ভালো খেলেছে, ঘরোয়াতে ভালো খেলে এসেছে জাতীয় দলে।
ওর মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে। দলের জন্য ভালো হয়েছে, ওর নিজের ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে।’ ১৬৫ বলে করেছেন অভিষেক হাফ সেঞ্চুরি।
দিন শেষে ২১১ বলে ৭০ রান নিয়ে অপরাজিত জয়। অথচ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন এই ব্যাটসম্যান। দেশের প্রথম ওপেনার জয়, যিনি নিউ জিল্যান্ডের মাটিতে এক ইনিংসে ২০০ বা তার বেশি বল খেলেছেন। তার আগে ২০০৮ সালে সবচেয়ে বেশি খেলেছিলেন, জুনায়েদ সিদ্দিকী (১৪৪)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।