তৃতীয় ম্যাচের মতো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাগড়া দিতে পারে। এ জন্য যথাসময়ে ম্যাচ নিয়ে শঙ্কা রয়েছে। সোমবার (৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

কিন্তু দুপুর থেকেই মিরপুরে থেমে বৃষ্টি দেখা গেছে। বিকেল সাড়ে ৩টার দিকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্রগ্রাম ও সিলেটে বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশ আগেই সিরিজ নিশ্চিত করে। চতুর্থ ম্যাচে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। সিরিজে বাংলাদেশ এগিয়ে ৩-১ এ।