সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। বাংলাদেশের জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না, বা কোনো কারণে ঝরে পড়েছেন এমন খেলোয়াড়দের নিয়ে যেতে চায় তারা। স্থানীয় ক্লাবে খেলার পাশাপাশি জাতীয় দলেও সুযোগ করে দিতে চায় তাদের।

সাম্প্রতিক সময়ে নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে সেখানকার দলে খেলার প্রবণতা দেখা যাচ্ছে বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত ও ঝরে পরা ক্রিকেটারদের মধ্যে। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে টুকিয়ে নিয়ে আসা ক্রিকেটারদের নিয়ে সাজাচ্ছে তাদের জাতীয় দল।

২০২৪ সালের বিশ্বকাপের সহযোগী আয়োজক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক দল হিসেবে তারা প্রথমবারের মত সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বিশ্বকাপের মূল মঞ্চে। সেই সঙ্গে ক্রিকেটের পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় দেশটি।

আর সে কারণেই শক্তিধর দেশগুলোর মাঝ বয়সী ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে উঠে পরে লেগেছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রথমে তরুণ ক্রিকেটার নিতে আগ্রহ প্রকাশ করলেও ৩০ বছর পর্যন্ত বয়সী ক্রিকেটাররা তাদের নজরে রয়েছেন বলেও জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা মুখপাত্র হাসান তারেক।