রঙিন পোশাকের সিরিজ খেলতে জিম্বাবুয়ে অবস্থান করছে বাংলাদেশ। আফ্রিকার দেশটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।

আগামীকাল (৩০ জুলাই) হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একদিন পর ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচ হবে একই ভেন্যুতে একই সময়ে।

একদিনের বিরতি শেষে ২ আগস্ট হবে দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫ আগস্ট শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। ৭ আগস্ট এবং ১০ আগস্ট অন্য দুটি ম্যাচ একই সময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে প্রতিটি ম্যাচ।

টেলিভিশন চ্যানেল ছাড়া খেলাগুলো দেখা যাবে আইসিসির টিভিতে (ICC.tv)। আইসিসি টিভির ওয়েবসাইটে সাইন আপ করে ১.৯৯ ডলারের বিনিময়ে দেখা যাবে ম্যাচগুলো।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার লক্ষ্যে সম্পূর্ণ তারুণ্য নির্ভর দল সাজিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথমবারের মতো বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেলেন নুরুল হাসান সোহান।