ভারতের বিদায়ী কোচ রবি শাস্ত্রী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বলেছিলেন, ‘ক্রিকেটাররা ‘মেশিন’ নয়। মাসের পর মাস বলয়ে থাকতে হলে স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যানের গড়ও কমে যেত।’ মঙ্গলবার (১৬ নভেম্বর) বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের পাশে বসে অনেকটা সাবেক কোচের আদলে রোহিত শর্মা বলেন, ‘ক্রিকেটাররা মোটেও মেশিন নয়।
তাই তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং আগামী বেশ কয়েকটি সিরিজে এই ধারা বজায় থাকবে। সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ আছে। সেই দিকটাও তো মাথায় রাখতে হবে।’
কোচ রাহুল দ্রাবিড়ও বলেন, ‘একজন কোচ হিসেবে প্রতিটি ক্রিকেটারের শারীরিক ও মানসিক অবস্থা বোঝা আমার কাজ। আন্তর্জাতিক ক্রিকেটে সব দলকে এই চ্যালেঞ্জ নিতে হচ্ছে। এই অবস্থার মধ্যেই সেরা একাদশ মাঠে নামাতে হবে। আমাদের কাছেই তো উদাহরণ আছে। ক্লান্তির জন্যই কিন্তু কেন উইলিয়ামসন টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।