সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের স্ট্যাটাস নিয়ে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঝড়, স্ট্যাটাসে বর্তমান বিশ্বকাপের ব্যর্থতাইয় সমালোচনার ‘জবাব’ দিতে গিয়ে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং জুটিকে ‘তথাকথিত সেরা’ ও পেস বোলারদের ‘স্পিডস্টার’ বলে কটাক্ষ করেছেন শিশির।

তাচ্ছিল্যটা পরোক্ষভাবে তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজার দিকেই ছিল কিনা এ বিষয়ে চলছে নানান জল্পনা কল্পনা। একজন শীর্ষস্থানীয় ক্রিকেটারের স্ত্রী হিসেবে নিজের স্বামীর সতীর্থদের নিয়ে এহেন মন্তব্য করা কতোটুকু শোভন সেটি নিয়েও নানাজনের নানামত দেখা যাচ্ছে।

সব মিলিয়ে ক্রিকেটাঙ্গনে শিশিরের স্ট্যাটাস নিয়ে এখন জ্বলছে আগুন। এদিকে দুপুর গড়িয়ে বিকেল না হতেই সেই আগুনে যেন আরো একটু ঘি পড়লো। মাশরাফী বিন মোর্ত্তজার ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। ফেসবুক আরেকটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যা আপাত দৃষ্টিতে সাকিবের স্ত্রীকেই ইঙ্গিত করছে বলে বলছেন ভক্তরা।

সেই স্ট্যাটাসে মোরসালিন বলেন, ‘আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে, সেই বিষয় নিয়ে কথা বলার মত জ্ঞান আমার আছে কি না। হাত ঠেলার অভ্যাস সবারই থাকে কিন্তু, নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না।’