মাউন্ট মঙ্গানুই টেস্টে জয় থেকে তখনও ৬ রানের দূরে বাংলাদেশ। জয়টা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু অপেক্ষা করতে পারলেন না সাকিব আল হাসান। অভিনন্দন জানিয়ে বসলেন মুমিনুল বাহিনীকে। বাঁধভাঙা খুশির উচ্ছ্বাসে তর সইল না বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডারের।
যুক্তরাষ্ট্রে বসেই ঢুকে পড়লেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। টুইটে লিখলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।’
মাউন্ট মঙ্গানুইয়ে জয় এতটাই নিশ্চিত ছিল সাকিবের আগেভাগে টুইট করে ফেলেছেন। সাকিবের এই অগ্রিম অভিনন্দন দারুণ লেগেছে দেশের ভক্ত-অনুরাগীদের। প্রসঙ্গত, মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পেসারদের তোপের মুখে প্রথম ইনিংনে ৩২৮ রানে থামে নিউজিল্যান্ড।
ওপেনার মাহমুদুল হাসান জয় ও পরে শান্ত এবং মুমিনুলের অনবদ্য ইনিংসে ভর করে ১৩০ রান লিড পায় বাংলাদেশ। পেসার এবাদতের ক্যারিয়ারসেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ রানের লিড দিতে পারে কিউইরা, যা অনায়াসে পার করে দেয় মুমিনুল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।