বিশ্বের বিভিন্ন দেশে স্পোর্টস বিজ্ঞান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমান ক্রিকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে এর কোনো বিকল্প নেই। এবার ওই পথে হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বায়োমেকানিকস ওয়ার্কশপ নামে স্থানীয় কোচদের নিয়ে ৩ দিনের ক্রিকেট বিজ্ঞানের কোর্স শুরু করেছে বিসিবি।

এই কোর্স করাতে ভারতীয় ট্রেনার রতনেশ সিংকে নিয়ে এসেছে বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটি। এমন ভিন্নধর্মী আয়োজন নিয়ে বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, ‘আমাদের কোর্সটা হচ্ছে বায়োমেকানিকস, স্পোর্টস সায়েন্স ও হাই পারফরম্যান্স কোচদের জন্য…ক্রিকেটের সঙ্গে সায়েন্সের কীভাবে আমরা যোগসামঞ্জস্য করতে পারি।

বড় বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে…ক্রিকেট বাদে ক্রীড়ায় উন্নত সব দেশেই স্পোর্টস সায়েন্স খুবই কার্যকর।’