দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের একদিন পর হঠাৎ ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাত বছরে অধিনায়ক হিসেবে একাধিক রেকর্ড গড়া কোহলির বিদায় নেওয়ায় অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছে। এর মধ্যে কোহলির বিদায়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। অধিনায়ক বিরাট কোহলিকে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে শাস্ত্রী লিখেছেন, বিরাট, তুমি গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিদায় নিতে পার। তুমি অধিনায়ক হিসেবে যা যা কৃতিত্ব গড়েছ, তেমনটা খুব কমজনই করতে পেরেছে। নিঃসন্দেহে তুমিই ভারতের সবথেকে আগ্রাসী এবং সফলতম অধিনায়ক। তিনি আরও লিখেছেন, এটা সত্যি বলতে আমার কাছে খুবই দুঃখের একটা দিন, কারণ এই ভারতীয় দলটা আমরা দুইজনে একত্রে তৈরি করেছি। কোহলির বিদায়ে এখন পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে কার নাম ঘোষণা করা হবে, সকলের নজর সেই দিকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।