বাংলাদেশ দলের কোচিং স্টাফদের নিয়ে কয়েকদিন আগেই নিজ ফেসবুকে সমালোচনা করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবার মাশরাফির কাঠগড়ায় উঠছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুক।

সাম্প্রতিক সময়ে ফিল্ডিংয়ে বেহাল দশা ফুটে উঠেছে বাংলাদেশ দলের। প্রায় প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়েছে বাংলাদেশ দলের ফিল্ডাররা। এমন বাজে পারফরম্যান্স দেখে হতাশ মাশরাফি।

ক্রিকফ্রেঞ্জিতে প্রচারিত দ্যা তামিম ইকবাল শো’তে তিনি বলেন, ‘এখন আপনি ১২ লাখ টাকা দিয়ে ফিল্ডিং কোচ রেখে যদি একটা টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ ড্রপ হয়..আমি আগে প্লেয়ারের দোষ কেন দেবো, বলেন তো।’

তিনি আরও বলেন, ‘এটা পেশাদার জীবন হলে আমার আগে কোচিং স্টাফদের দেখা উচিত। কোচিং স্টাফের সঙ্গেও আমার একটা বোঝাপড়া থাকা উচিত। আমি ৫০ হাজার টাকা দিয়েই তো ফলাফল পাচ্ছি, তাহলে এমন দরকার কী।’