২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর থেকে আসর শুরু হলেও বাংলাদেশের লড়াই শুরু হবে ২৪ অক্টোবর থেকে।
বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ প্রথম পর্বে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দল। টাইগারদের দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তৃতীয় ম্যাচে তাদের মোকাবিলা করবে প্রথম পর্বে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন দল। ২ নভেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর ৬ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে যথাক্রমে ৯ ও ১০ নভেম্বর। এরপর ১৩ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।