ঘরের মাঠে ভারতের মতো শক্তিশালী দলকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হারিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েই বিপাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ম্যাট হ্যানরির গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৯৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হ্যানরি ১৫ ওভারে মাত্র ২৩ রানে ৭ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে দুই ওপেনার উইলি ইয়াং ও টম ল্যাথামের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১১১ রানে ফেরেন ডেভন কনওয়ে। দলকে এগিয়ে নিচ্ছেন হেনরি নিকোলাস ও নিল ওয়াগনার। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৬ রান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।