প্রথম ইনিংসে লজ্জাজনক স্কোর গড়ে আলআউট হওয়ার পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে আটকে ফেলে টাইগাররা।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ।
এখনও উইন্ডিজের চেয়ে ১১২ রানে পিছিয়ে আছে সফরকারী সাকিব বাহিনী। ক্যারিবীয়দের থেকে পিছিয়ে থাকলেও দলের আত্মবিশ্বাসী পেসার খালেদ আহমেদ বলছেন, অ্যান্টিগায় জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।
সেই সঙ্গে ডানহাতি এই পেসার জানিয়েছেন, উইকেট থেকে সুবিধা পাচ্ছেন ব্যাটাররা। সতীর্থদের ওপর ভরসা রেখে খালেদ বলেন, ‘আমরা তো জেতার জন্যই খেলব ইনশাআল্লাহ্। আমাদের চেষ্টা থাকবে ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে যত রান তুলতে পারে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়।
উইকেট খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটসম্যানরা ইনশাআল্লাহ্ ভালো খেলবে।’ শনিবার (১৮ জুন) রাত আটটায় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে। নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।