লিটন দাসের অধিনায়কত্বে কয়েকদিন আগেই ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। ভবিষ্যৎ অধিনায়ক ভাবনায় বরাবরই থাকেন মেহেদী হাসান মিরাজও। এদের দুজনকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখছে বিসিবিও।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা সাকিব এবং তামিমকে দিয়ে চালিয়ে যাবো। এখনো ঘোষণা করিনি বটে, তবে তামিমকে আমাদের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছি। সে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাবে। লিটন তো ওয়ানডেতে (অধিনায়ক হিসেবে) ভালো করেছে।
তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করলেও শ্রীরাম দেখিয়ে দিয়েছেন খেলোয়াড়দের মানসিকতা দ্রুত বুঝতে পারার ক্ষমতা এবং অসীম ধৈর্য আছে তার। আমি মনে করি তিনি (শ্রীরাম) খেলোয়াড়দের খুব ভালোভাবে সামলাতে পারবেন। খেলোয়াড়দের সঙ্গে যখন যেমন প্রয়োজন, তেমনই আচরণ করেন। আমি দেখেছি, তিনি একটা সামান্য ভুলের জন্য খেলোয়াড়দের তিরস্কার করেছেন, আবার প্রয়োজনের সময় পাশে বসিয়ে গল্পও করেছেন। ’
‘শ্রীরামের চিন্তায় গভীরতা আচে। সে প্রো-অ্যাকটিভ কোচ। তিনি খেলোয়াড়দের ধরে ধরে শেখাতে পারেন। তিনি খেলোয়াড়দের মন খুব ভালোভাবে পড়তে পারেন। দ্রুত হতাশ হন না। খেলোয়াড়দের ধৈর্য ও আত্মবিশ্বাসের বার্তা দেন। ’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।