পাঞ্জাব কিংসের দেয়া ১৯০ রানের বিশাল লক্ষ্য গুজরাট টাইটান্সের সামনে। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে স্নায়ু চাপে খেই হারায়নি আইপিএলের নতুন দলটা।
পাঞ্জাবের দেয়া লক্ষ্য টপকাতে শেষ ওভারে ১৯ রান লাগত গুজরাটের। ওডেন স্মিথের করা ওভারের প্রথম চার বলে আসে সাত রান। তাতে অনেকটা নির্ভার হয়ে যায় পাঞ্জাব। কিন্তু পঞ্চম বলে ছয় মেরে দেন তেওয়াটিয়া। শেষ বলে আবারও ছয়, দুই বলে ১২ রান নিয়ে অবিশ্বাস্য জয়। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে পাঞ্জাব কিংস।
- খুলনার মেয়ে শেখ রুনার বিশেষ দিন
- যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হলেন কেতানজি
- আইপিএল প্রচারণা নিয়ে ধোনির বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা
ব্যাট করতে নেমে শুরুতে মায়াঙ্ক আগারওয়াল ৫, জনি বেইরেষ্ট্রো ৮ রানে বিদায় নিলেও লিয়াম লিভিংস্টোন ও শিখর ধাওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায়। গুজরাটের পক্ষে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ খান। ম্যাচ সেরা হয়েছেন শুভমন গিল।
এখন অবধি আইপিএলে ৩ ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে গুজরাট। ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে শীর্ষে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব ৪ ম্যাচে দুই জয় ও সমান হারে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।