আন্তর্জাতিক ক্রিকেটে আরও তিন দেশকে যুক্ত করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব দেশকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) আইসিসির বার্ষিক সভা শেষে দেয়া এক বিবৃতিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা। নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে কম্বোডিয়া, উজবেকিস্তান ও আইভেরি কোস্ট।
এশিয়ার ২৪ ও ২৫তম সদস্য কম্বোডিয়া ও উজবেকিস্তান। আর আফ্রিকার ২১তম দেশ হিসেবে সদস্যপদ পেয়েছে আইভেরি কোস্ট। এই নিয়ে আইসিসি সদস্য দেশের সংখ্যা দাঁড়ালো ১০৮ এ। এর মধ্যে ৯৬ টি সহযোগী সদস্য ও ১২ দেশ পূর্ণ সদস্য।
আইসিসির সদস্যপদ পাওয়ায় দেশগুলো এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারবে। আইসিসির নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তীতে ওয়ানডে স্ট্যাটাস পাবে দলগুলো। ২০২১ সালে আইসিসির সর্বশেষ বার্ষিক সভায় সদস্য পদ পেয়েছিল মঙ্গোলিয়া ও তাজিকিস্তান ও সুইজারল্যান্ড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।