৪৮ হাজার ৩৯০ কোটি রুপি রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের স্বত্ব। পাঁচ বছর মেয়াদী চুক্তির ঘোষণা সামনে আসার পর আর্থিক দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিগে পরিণত হয়েছে ভারতের এই জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ।

ভায়াকম পেয়েছে ডিজিটাল স্বত্ব আর স্টার ধরে রেখেছে টিভি স্বত্ব। বিপুল জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবার তাই টুর্নামেন্টের দৈর্ঘ্য বৃদ্ধির কথা জানালো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তিনি বলেন, ‘নিকট ভবিষ্যতে ৮৪ কিংবা ৯৪ ম্যাচের আইপিএল হতে যাচ্ছে।

এই টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে সফলভাবে আয়োজন করতে পরের এফটিপি চক্র থেকে আইসিসি আড়াই মাস সময় দেবে।’

জয় শাহ এ বিষয়ে আরো বলেন, ‘আপনাদের জানিয়ে রাখি যে পরবর্তী আইসিসি এফটিপি ক্যালেন্ডারে আইপিএলের জন্য আড়াই মাসের একটি স্লট ফাঁকা রাখবে।

যেন সব শীর্ষ আন্তর্জাতিক ক্রিকেটাররা অংশ নিতে পারে। একাধিক বোর্ডের সঙ্গে আমরা আলোচনা করেছি, আইসিসির সঙ্গেও।’