বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে দুবাই যাচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ খবর নিশ্চিত করেছেন। নেটে বোলিংয়ের জন্য তাকে উড়িয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। মুঠোফোনে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের চাওয়ায় রিশাদকে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাচ সিনারিও অনুশীলনে রিশাদ ছিল। ব্যাটসম্যানদের বোলিং করেছে। ভালো প্রস্তুতি হয়েছে। এজন্য দুবাইতেও তাকে পাঠানো হচ্ছে।’
লেগ স্পিনারকে দুবাই পাঠানোর কারণটা পরিষ্কার। এশিয়া কাপে সব দলেই রয়েছে লেগ স্পিনার। বিশেষ করে প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের রশিদ খান, মুজিব উর রহমান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে খেলার জন্য ব্যাটসম্যানদের প্রস্তুতি দিতেই রিশাদকে উড়িয়ে নেওয়া।
সুপার ফোরে উঠতে পারলে ভারত-পাকিস্তানের মুখোমুখি হতে হবে। সেখানেও রয়েছে যুজবেন্দ্র চাহাল ও উসমান কাদিরের মতো নিয়মিত পারফর্মার। তাদের খেলার প্রস্তুতি নিতে সহায়তা করতে রিশাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় উড়াল দেবেন দুবাই৷
এদিকে তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়ের ভিসা জটিলতা এখনও কাটেনি। বিকেলের মধ্যে ভিসা পেলে সন্ধ্যায় তারাও উড়াল দেবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।