ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস।
মায়াঙ্ক আগারওয়ালদের ২০ রানে হারের দিনে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন হয়নি দিল্লি ক্যাপিটালসের। ৮ ম্যাচে ৮ পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে মুস্তাফিজরা।
আইপিএলে শুক্রবার (২৯ এপ্রিল) রান করতে নেমে শুরু থেকেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন পাঞ্জাবের ব্যাটাররা। মহসিন খান, দুষ্মন্থ চামিরাদের বোলিং তোপে ক্রিজে স্থায়ী হতে পারেননি পাঞ্জাবের কিংসরা।
দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। অধিনায়ক মায়াঙ্কের ব্যাট থেকে আসে ২৫ রান।
এছাড়া ঋষি ধাওয়ান ২১ ও লিয়াম লিভিংস্টোন ১৮ রানের ইনিংস খেলেন। তবে দায়িত্ব নিয়ে কেউ ক্রিজে স্থায়ী হতে না পারায় সহজ লক্ষ্যে পেয়েও ২০ রানের ব্যবধানে হারতে হয়েছে পাঞ্জাবকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।