বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী ৩ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশের শেষ সময় ছিল গত মঙ্গলবার (৩০ আগস্ট)। এদিকে, বিপিএলে এককভাবে দল কিনতে আগ্রহ সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস।

এছাড়া গুঞ্জন আছে, মালিকানায় থাকছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা।

আগামী তিন মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজিতে নতুন বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে ফিরছে পুরনোরাও। গত তিন মৌসুম থেকে রংপুর রাইডার্সকে দেখা না গেলেও পরবর্তী ৩ মৌসুমের জন্য আগ্রহ দেখিয়েছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি। এছাড়া গত আসরে অংশ নেয়া তিন ফ্র্যাঞ্চাইজি আকতার, ফরচুন এবং প্রগতি গ্রুপ আগামীতেও বিপিএলে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিতে চায়।

অন্যদিকে, বিপিএলে দল গড়তে নতুন করে আগ্রহ দেখিয়েছে চারটি প্রতিষ্ঠান। সাকিবের মোনার্ক ছাড়াও রয়েছে রুপা অ্যান্ড মার্ন গ্রুপ, ফিউচার স্পোর্টস ও বৈশাখী গ্রুপ। খবর উঠেছে ফিউচার স্পোর্টসের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকানায় থাকতে পারেন মাশরাফী।

তবে বিপিএলে নতুন করে আগ্রহ দেখায়নি বেক্সিমকোর মালিকানাধীন ঢাকা ডায়নামাইটস, জেমকন গ্রুপের খুলনা টাইটান্স ও তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।