নানা নাটকের পর শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে নাম আসে বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানের।

মুস্তাফিজ টেস্টে খেলবেন কি খেলবেন না-এ নিয়ে বিসিবি’র সাথে বেশ কিছুদিন কথা চালিয়ে শেষ পর্যন্ত দেশের হয়ে লাল বলে খেলতে রাজি হন মুস্তাফিজ।

এদিকে, আইপিএল সফর শেষে এবং টেস্ট দলে অন্তর্ভুক্তির পর রোববার (৫জুন) প্রথমবারের মতো হোম অব ক্রিকেটে পা রাখেন কাটার মাস্টার কয়েকদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের দল শাইনপুকুরের অনুশীলনে পায়ের গোড়ালিতে চোট পান তিনি।

তাড়াহুড়া নাই, এখনো তো প্রায় অনেকদিন বাকি।’ বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের দায়িত্বে থাকবেন মুস্তাফিজ।

ভালো করার ব্যাপারে আশাবাদি তিনি, ‘আমি আমার জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করব। বাদ বাকি ওপরওয়ালার ইচ্ছা।’ফিজ। রোববার দুপুরে নিজের গাড়িতে মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। পরে দলের খেলোয়াড়দের সাথে দেখা করেন।