ভারতের বিপক্ষে চলতি সিরিজে ব্যাট-বলে দাপট দেখাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নিয়েছেন ২ উইকেট। টানা দুই ম্যাচে মিরাজ জয়ের নায়ক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও তার স্ত্রীর বিশ্বাস ছিল— মিরাজ পারবেন।

বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে ছিলেন তার পত্নী। এ সময়ে বাংলাদেশ দলের ভারতের বিপক্ষে সিরিজ জয়ের প্রসঙ্গ উঠলে পাপন বলেন, ‘আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলেছিলাম আরে পর পর দুদিন কীভাবে হবে, তো করে ফেলল।’

পাপন বলেন, আমার ধারণা ছিল— আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতব। এ ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই আশ্চর্য হয়েছি। দুটো খেলাতেই আপনারা যদি দেখেন মিরাজ, যেটি (যাকে) আমরা ধরি নাই। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল— আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলছি— আরে পর পর দুদিন কীভাবে হবে। একদিন করে ফেলল, রোজ (প্রতিদিন) তো হয় না। তো আজকেও করল।’