সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন টাইগার পেসার আবু জায়েদ রাহি।
আগামী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জাতীয় দলে ডাক না পাওয়ার কারণ হিসেবে ক্রিকবাজকে রাহি বলেন, জাতীয় দলে তার লবিং নেই এবং দলে ডাক না পাওয়ার বিষয়টিতে তিনি ‘ঝামেলা’ দেখছেন।
রাহির এমন মন্তব্যের পরেই বিতর্কের সৃষ্টি হয়। জাতীয় দল নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা রাহির কথায় রীতিমতো বিস্মিত হয়ে যান। আর তাই ঈদের পরই বিসিবি’র পক্ষ থেকে তাকে তলব করা হবে বলে জানা গেছে।
এদিকে, বিসিবির তলবের বিষয়টির ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়েছেন এই পেসার। দেশের এক জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে রাহি বলেন, ‘আমি বুঝতে পারছি না কী কী নিউজ হচ্ছে।
আমাকে প্রশ্ন করা হয়েছে লবিং করতে হয় কিনা। আমি বলেছি আমার লবিংটবিং নেই। এখন তো আমার ক্যারিয়ার শেষ’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।