

২০০২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। এর আগে বড় খুবর পেল পাকিস্তান। ইনজুরি কাটিয়ে অবশেষে বিশ্বকাপের আগে দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয় নিজেই জানালেন শাহিন শাহ আফ্রিদি নিজেই।
জানা গেছে, বিশ্বকাপের আগে দলের অনুশীলনের জন্য ফিটনেস টেস্টে উতরে গেছেন এই বাঁহাতি পেসার। গত ১০ দিন ধরে তিনি ফুল রান-আপ এবং গতিতে ৬-৮ ওভার পর্যন্ত বোলিং করতে পারছেন।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে আফ্রিদি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আবার দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত। বিশ্বকাপে আমি আমার ভূমিকা পালন করতে চাই।
সত্যি বলতে, আমি এখন আগের চেয়েও বেশি ফিট আছি এবং পাকিস্তানের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছি।’ এর আগে গত জুলাইয়ে হাঁটুর ইনজুরিতে ছিটকে যান শাহিন আফ্রিদি। এরপর লন্ডনে চলেছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।