ভারত ও উত্তর প্রদেশের সাবেক ব্যাটসম্যান সুরেশ রায়না ‘ক্রিকেটের সব ফরম্যাট’ থেকে অবসরের ঘোষণা দিলেন। তাতে করে আইপিএল ও ঘরোয়া ক্যারিয়ারের অবসান ঘটালেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট আরও আগেই ছেড়েছিলেন রায়না। ২০২০ সালের ১৫ আগস্ট মহেন্দ্র সিং ধোনির অবসরের কিছুক্ষণ পরই জাতীয় দলের ব্যাট-প্যাড তুলে রাখার কথা জানান।
এবার সব ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন রায়না। মঙ্গলবার তিনি টুইট করেছেন, ‘আমার দেশ ও রাজ্য ইউপিকে প্রতিনিধিত্ব করতে পারা ছিল অনেক সম্মানের। আমি ক্রিকেটের সব ফরম্যাট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি।’
এখন বিদেশ ঘুরে ক্রিকেট খেলবেন রায়না, ‘আমি রোড সেফটি সিরিজে খেলবো। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত থেকে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিগুলো আমার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু আমি এখনও কোনও সিদ্ধান্ত নেইনি।’
রায়না ১০৯ প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ৬৮৭১ রান এবং ৩০২ লিস্ট এ-তে তার রান ৮০৭৮। এছাড়া ৩৩৬ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৮৬৫৪ রান। আইপিএলে চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন রায়না, ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ১১ মৌসুমে দলটির জার্সিতে খেলেন। তাদের সঙ্গে চারটি শিরোপা জেতেন এবং এখনও তিনি ১৭৬ ম্যাচ খেলে ৪৬৮৭ রান করে দলের সেরা ব্যাটসম্যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।