বিপিএল থেকে ছিটকে গিয়েই পিএসএলে ঠিকানা খুঁজে নিয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৭ সালের পর পাকিস্তানের লিগটিতে ফেরার ম্যাচটা রাঙাতে পারলেন না বাংলাদেশের তারকা। পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে গিয়ে প্রথম ম্যাচ করাচি কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১ বল পান সাকিব। এক বল খেলে ১ রান নিয়ে নটআউট থাকেন। অন্যদিকে তিন ওভার হাত ঘুরিয়ে দেন ৩২ রান।
নিজের পারফরম্যান্স বিবর্ণ হলেও সাকিবের দল জিতেছে রোমাঞ্চকর ম্যাচ। করাচি কিংসকে ২ রানে হারায় বাবর আজমের দল। আগে ব্যাট করে টম কোহলার-ক্যাডমোরের ৫০ বলে ৯২ ও অধিনায়ক বাবরের ৪৬ বলে ৬৮ রানে ৫ উইকেটে ১৯৯ রান করে পেশাওয়ার। জবাবে ইমাদ ওয়াসিমের ৪৭ বলে অপরাজিত ৮০ রানের তাণ্ডবের পরও ৫ উইকেট হারিয়ে ১৯৭ পর্যন্ত যেতে পারে করাচি।
করাচিতে বড় রানের ম্যাচে প্রথম ওভারটি দারুণ করেছিলেন সাকিব। পরের ওভারও ছিল জুতসই। তৃতীয় ওভারের খরুচে বোলিং তার ফিগার করে দেয় এলোমেলো। পঞ্চম ওভারে বল হাতে নেন সাকিব, করাচির রান তখন ২ উইকেটে ৪০। ওই ওভারে তিনি দেন ৩ রান। একাদশে ওভারে আবার এসে দেন ৮ রান। ২ ওভারে কেবল ১১ রান। তৃতীয় ওভারে ২ চার, ১ ছয়ে দিয়ে দেন ২১ রান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।