বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১০ লাখ টাকা ঈদ উপহার হিসেবে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেটা পাবেন বিসিবির নিম্ন পদে কাজ করা স্টাফরা।
সেই তালিকায় আছেন অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী ও মাঠকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।
টাকা পাঠিয়ে সাকিব এও বলে দিয়েছেন যে, টাকাটা যেন স্টাফদের মধ্যে সমানভাবে বন্টন করা হয়। এমনকি টাকাটা কারা কারা পাবেন সেটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন।
এমন ঈদ উপহার সাকিব প্রথম পাঠালেও বিসিবি’র স্টাফদের জন্য প্রথম নয়। সাকিব আল হাসানের আগেও অনেক ক্রিকেটার ঈদ উপলক্ষ্যে এভাবে উপহার পাঠিয়েছিলেন স্টালদের জন্য।
ঝামেলা এড়াতে সাকিব নিজ হাতে স্টাফদের ঈদ উপহার না দিয়ে বিসিবির মাধ্যমে দিয়েছেন। যাতে কাজটা সুশৃঙ্খলভাবে হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।