বাংলাদেশ দল যখন বিমান ধরছে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে। তখন দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান কাউকে না জানিয়ে গেলেন যুক্তরাষ্ট্রে। সেখানে পরিবারের সাথে কিছুদিন সময় কাটিয়ে যোগ দেবেন দলের সাথে।

বিশ্বস্ত এক সূত্র থেকে জানা যায়, সাকিব রোববার রাত সাড়ে ১০টায় ঢাকা ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে কিছুদিন সময় কাটানোর জন্য কাউকে না জানিয়ে হঠাৎ তার দেশত্যাগ।

আরো পড়ুন: তামিমের বক্তব্য মিথ্যা: পাপন

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সাকিব আল হাসান কাউকে কিছু না জানিয়ে চলে গেলেন যুক্তরাষ্ট্রে।

সেখানে পরিবারের সঙ্গে কয়েক দিন কাটিয়ে সরাসরি উইন্ডিজ যাবেন বাংলাদেশ টেস্ট দলের এই অধিনায়ক।  সেখানে কয়েক দিন পরিবারের সঙ্গে কাটিয়ে ১০ জুন অ্যান্টিগায় দলের সঙ্গে মিলিত হবেন।

আরো পড়ুন: এখনও জ্বলছে আগুন, পাশেই রাসায়নিক ভর্তি কনটেইনার

আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় সাকিবের অধিনায়কত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো উইন্ডিজের বিপক্ষেই শুরু হচ্ছে সাকিবের অধিনায়কত্ব।