বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বোলারদের দারুণ বোলিংয়ে ১৯ রান খরচায় অস্ট্রেলিয়ার শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ২৬ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। সিরিজে ফিরিয়েছে ১-১ সমতা।

প্রেম নিয়ে মুখ খুললেন ঊষসী নুসরাতের সাবেক স্বামীর সঙ্গে

বৃহস্পতিবার (১৬ জুন) বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাল্লাকেল্লেতে ৯ উইকেট হারিয়ে ২২০ রান তোলে শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ৪৩ ওভারে ২১৬ রানের লক্ষ্য পায়। নতুন লক্ষ্যে অস্ট্রেলিয়া দারুণভাবে এগিয়ে গেলেও শেষ হাসিটা হাসতে পারেননি।

শ্রীলঙ্কার জয়ের নায়ক চামিরা করুণারত্নে। ডানহাতি পেসার ৩৫তম ওভারে দুই সেট ব্যাটসম্যান ম্যাক্সওয়েল (৩০) ও ক্যারিকে (১৫) ফেরান। পরের ওভারে আরেক পেসার দুশমন্থ চামিরা আউট করেন কামিন্সকে (৪)। ৩৭তম ওভারে করুণারত্নে আবার দলকে সাফল্যে ভাসান।

এবার তার খিমার শোয়েপসন (২)। অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন চামিরা। তার বলে বোল্ড হন খুনেমান। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের হাল ধরেছিলেন ওয়ার্নার, স্মিথ ও হেড।

কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। ওয়ার্নার ৩৭, স্মিথ ২৮ ও হেড ২৩ রান করেন। এছাড়া অধিনায়ক ফিঞ্চ ১৪ ও লাবুশানে ১৮ রান করেন। বল হাতে করুণারত্নে ৪৭ রানে নেন ৩ উইকেট।

২টি করে উইকেট পেয়েছেন চামিরা ও দুনিথ। পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা। সিরিজের তৃতীয় ওয়ানডে ১৯ জুন কলম্বোতে অনুষ্ঠিত হবে।