‘সময় হলে আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আমি জানাব। ৬ মাস হতে তো এখনও দেড় মাসের বেশি বাকি। কিন্তু সেই সময়টার অপেক্ষা কেউ করছে না। এটাই দুঃখজনক।’- নিজের টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যত নিয়ে ৭ই জুন নিজের ফেসবুক পেইজে এমনই এক পোস্ট দিয়েছিলেন তামিম ইকবাল।
সময়ের হিসাবে দেড় মাস এখনো শেষ হয়নি। তার আগেই সংবাদ সম্মেলন নয় বরং নিজের ফেসবুক পেইজে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ‘অবসর ইঙ্গিত’ দিলেন তামিম। তবে নিজের পেইজে দেয়া সেই স্ট্যাটাস দেয়ার কিছু সময়ের মধ্যে আবার মুছেও ফেলেন এই ক্রিকেটার।
সোমবার (৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে তামিম আচমকাই পোস্ট দেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি’ এই লেখার সাথে বিদায় জানানোর তিনটি ইমোজিও ব্যবহার করেন তিনি। যেটা উস্কে দিচ্ছে টি-টোয়েন্টি থেকে টাইগারদের ওয়ানডে অধিনায়কের বিদায় গুঞ্জণ।
তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতিতে আছেন। বিরতি শেষ হবে চলতি জুলাইয়ের ২৭ তারিখ। গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দেন এই ওপেনার।
তার আগেই এমন ফেসবুকে স্ট্যাটাস ইঙ্গিত দিয়ে দিল-হয়তো ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেনই না তিনি! ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের।
সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির সুবাদে ১,৭৫৮ রান করেছেন তামিম।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১০৩* রান করেছিলেন এই তারকা ক্রিকেটার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।