বর্তমানে বাংলাদেশ দলের প্রধান ব্যাটিং ভরসা লিটস দাস। শুধু দেশেরই নয়, বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের তালিকাতেও ওপরের দিকেই রয়েছেন বাংলাদেশের এই ক্লাসিক্যাল ব্যাটার। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন লিটন।
তবে হঠাৎ ইনজুরিতে পড়ায় দলের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কিছুটা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তারকা এই ব্যাটার। ফলে আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে ছিলেন না তিনি।
এদিকে, দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমে লিটনের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন, লিটন এখন ঠিক আছে। আমাদের ডাক্তার, ফিজিওরা যে তথ্য দিয়েছে সে অনুসারে সে ভালো অবস্থানে আছে। আশা করছি আগামীকালের (বুধবার ১৯ অক্টোবর) মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে।’
এছাড়া ওপেনার ইস্যুতে নান্নু বলেন, ‘যতটুকু করার আগে করা হয়েছে। এখন বিশ্বকাপের মঞ্চে চলে এসেছে। প্র্যাকটিস ম্যাচের পর কিন্তু কয়েকটা প্র্যাকটিস সেশন আছে, এখান থেকে নিজেদের প্রস্তুত করে খেলার জন্য রেডি হতে হবে। আশা করছি প্রস্তুতি ম্যাচ শেষে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে বিশ্বকাপে সেরা দল খেলতে পারবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।