বাংলাদেশের ক্রিকেটে ‘মিস্টার ডিপেন্ডেবল’ একজনই, তিনি মুশফিকুর রহিম। দলের বিপদের জন্য বাইশগজে গিয়ে মুশফিক হয়ে যান নির্ভরতার প্রতীক। আজ সোমবার (৯ মে) জাতীয় দলের সেই অভিজ্ঞ ক্রিকেটার ও উইকেটরক্ষক ব্যাটসম্যানের ৩৫তম জন্মদিন। শুভ জন্মদিন।
জন্মদিনের এই শুভক্ষণে জাতীয় দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের কাপ্তান তামিম ইকবাল। বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানও ভারতে বসেই মুশফিককে শুভেচ্ছা জানিয়েছেন।
বলেছেন, তার সামনের দিনগুলো যেন ভালো যায়। মুশফিককে মিস্টার ডিপেন্ডেবল আখ্যা দিয়ে এনামুল বিজয় বলেন, সামনের দিনগুলোতে বাংলাদেশ আপনার কাছ থেকে আরও ভালো উপহার পাক।
ক্রিকেট ও মুশফিক ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। টেস্ট ক্যারিয়ারের ৮০ ম্যাচে ৩৬-এর বেশি গড়ে প্রায় পাঁচ হাজার রান করেছেন মুশফিকুর রহিম।
ওয়ানডেতে ২৩৩ ম্যাচে তার রানের সংখ্যা ৬৬৯৭, গড় ৩৬.৯৭। টি-টোয়েন্টিতেও ১০০ ম্যাচে প্রায় দেড় হাজার রান করেছেন মুশফিক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।