কাশ্মীরের ফাস্ট বোলার উমরান মালিকের গতি এবারের আইপিএলে অনেকের নজর কেড়েছে। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে তার দিকে বিশেষ নজর থাকে অনেকেরই। ইতোমধ্যেই চলতি আসরের দ্রুততম বলটি করেছেন তরুণ এই গতি দানব।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ১৫৬.৯ কিলোমিটার গতিতে বলটি করেন মালিক। তিনি যে ১৫৫ কিমি বেগে বল করতে পারেন তা আগেই বলেছিলেন। এদিন তার প্রমাণ দিলেন।
উমরানের আগে শুধু আছেন এখন শন টেট। ২০১১ সালে রাজস্থানের হয়ে খেলার সময় দিল্লির বিরুদ্ধেই গড়েছিলেন দ্রুততম ডেলিভারির রেকর্ড। ১৫৭.৭ কিমি। যা এখনও অটুট। তবে সেই রেকর্ড ভাঙা খুব একটা কঠিন নয়, তার আভাস দিয়ে রাখলেন উমরান।
যদিও এদিন চার ওভার বল করে দিয়েছেন ৫২ রান তিনি। পাননি একটি উইকেটও। যা রেকর্ড গড়ার দিনেও কাঁটা হয়ে বিঁধে থাকল উমরানের গলায়। আইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৫ উইকেট পেয়েছেন উমরান মালিক।
গত ২৭ এপ্রিল গুজরাট টাইটানসের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছিলেন ২২ বছর বয়সী এই ভারতীয় বোলার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।