সময়টা দুর্দান্ত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। দলের সঙ্গে দারুণ সব অর্জন নিয়ে উড়ছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। একের পর এক সতীর্থকে টপকে যাচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম খেলায় জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান মাহমুদউল্লাহ।
শুক্রবার কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও ছাড়িয়ে যান তিনি। এবার সেই টি-টোয়েন্টি ফরম্যাটেই আরো একটি রেকর্ডের হাতছানি মাহমুদউল্লাহর সামনে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার হাতছানি তার সামনে।
রোববার মাঠে নামলেই টি-টোয়েন্টি ফরম্যাটে শততম ম্যাচ খেলা বিশ্বের অষ্টম ক্রিকেটার হবেন তিনি। প্রায় ১৪ বছর আগে ২০০৭ সালের এই সেপ্টেম্বর মাসেই কেনিয়ার রাজধানী নাইরোবিতে টি-টোয়েন্টি অভিষেক ঘটে রিয়াদের। এখন সবমিলিয়ে ৯৯ টি-টোয়েন্টিতে ১২০.১৯ স্ট্রাইকরেটে মাহমুদউল্লাহর রান ১৭০২ রান, সর্বোচ্চ ৬৪। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে এর মধ্যে। আর হাত ঘুরিয়ে উইকেট শিকার করেছেন ৩২টি।
ওভার পিছু রান ৭.২৫। তার সেরা বোলিং ফিগার ১৮ রান দিয়ে ৩ উইকেট। নিজের ১০০তম নিয়ে কোনো ভাবনা আছে কি না প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, ‘না, আলাদা কোনো পরিকল্পনা নেই। সবসময় যেটা করার চেষ্টা করি, দলের জন্য ভালো খেলার। ১০০তম ম্যাচেও সেটাই করার চেষ্টা করব।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।