ঘরের মাঠে দ্বিতীয় সারির ভারত দলের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছিল শ্রীলঙ্কা। ফরম্যাট বদল হলেও ভাগ্য বদল হয়নি লঙ্কানদের। টি-টোয়েন্টি সিরিজও তারা শুরু করেছে বড় হারে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতেছে ৩৮ রানের ব্যবধানে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৬৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কার ২৬ বলে ৪৪ ও অভিস্কা ফার্নান্দোর ২৩ বলে ২৬ রানের ইনিংসে জয়ের আশাও বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ভুবনেশ্বর কুমারের তোপের মুখে ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে মাত্র ১২৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভুবনেশ্বর ২২ রানের বিনিময়ে শিকার করেন চারটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন দীপক চাহার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে অর্ধশতক হাঁকান সূর্যকুমার যাদব। ৩৪ বলে ৫০ রানের ইনিংসে তিনি হাঁকান ৫টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক শিখর ধাওয়ান খেলেন ৪৬ রানের ইনিংস। ম্যাচসেরা হন ভুবনেশ্বর কুমার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।