মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনের শুরুতে হোঁচট খেল বাংলাদেশ। দলীয় ২৮ রান যোগ করতে ২ উইকেট হারিয়েছে মুমিনুল বাহিনী। দ্বিতীয় দিন শেষে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৭৫ রান।

৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় ব্যক্তিগত ৮ রান যোগ করে নেইল ওয়াগনারের বলে ক্যাচ আউট হন। আউট হওয়ার আগে ২২৮ বলে ৭৮ রান করেন জয়। সোমবার (৩ ডিসেম্বর) তৃতীয় দিনে জয় আউট হলে মুশফিকুর রহীম মাঠে নেমে মুমিনুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে তিনি বেশি দূর যেতে পারেননি।

ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫৩ বলে ১২ রান করে সাজঘরের পথ ধরেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২০ রান। মুমিনুল হক ১৭ রান ও লিটন দাস ১২ রানে ক্রিজে আছেন। এর আগে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয় স্বাগতিক নিউজিল্যান্ড।