আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সে লক্ষ্যেই ১৭ বছর পর পাকিস্তান সফরে ইংল্যান্ড।

গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পাকিস্তানের করাচিতে পৌঁছায় ইংল্যান্ড ক্রিকেট দল। চলতি সফরে ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানের মাঠে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এবং ডিসেম্বরে ফের পাকিস্তান সফরে গিয়ে ৩টি টেস্ট খেলবে ইংলিশরা।

আগামী মঙ্গলবার করাচিতে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। সিরিজের অন্য ৬টি টি-টোয়েন্টি হলো যথাক্রমে- ২২, ২৩, ২৫, ২৮ ও ৩০ সেপ্টেম্বর। সিরিজের শেষ ম্যাচটি হবে ২ অক্টোবর লাহোরে।